অবসর নিয়ে নিজের ভাবনা জানালেন ভারতীয় তারকা।
Published : 16 Mar 2025, 08:28 AM
ভিরাট কোহলি কবে অবসর নেবেন? ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কি তিনি খেলা চালিয়ে যাবেন? এমন অনেক প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে। ভারতের তারকা ব্যাটসম্যান পরিষ্কার বলে দিলেন, শিগগিরই থামার কোনো ইচ্ছা তার নেই। জাতীয় দলের হয়ে খেলাটা এখনও উপভোগ করছেন তিনি।
টেস্ট ক্রিকেটে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয়। সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯০। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে সিরিজে এক ইনিংসে ৭০ করলেও বাকি পাঁচ ইনিংস মিলিয়ে করতে পারেন মোটে ২৩ রান। কোনো ফিফটি করতে পারেননি বাংলাদেশের বিপক্ষে সিরিজের চার ইনিংসেও। টেস্টে সবশেষ ৩৯ ম্যাচে তার সেঞ্চুরি মোটে তিনটি।
১২ বছর পর রাঞ্জি ট্রফিতে ফিরেও এক ইনিংসে ব্যাটিং করে তিনি আউট হয়ে যান ৬ রানে। তার মতো অবস্থা আরেক সিনিয়র ক্রিকেটার রোহিত শার্মারও। এই বছরের শুরু থেকে দুজনেরই অবসর নিয়ে চলছে অনেক আলোচনা। অনেকে ধারণা করছিলেন, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিদায় জানাবেন তারা। তবে শিরোপা জয়ের পর অধিনায়ক রোহিত স্পট করে বলে দেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
ওই আসরে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী দুটি ইনিংস খেলা কোহলি শনিবার তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বলেন, খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাবেন তিনি।
“ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।”
“আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।”
আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।