কোভিড: এক দিনে শনাক্ত কমে ৬৬৫

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ১৪ দশমিক ০৭ শতাংশ হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 10:11 AM
Updated : 28 Sept 2022, 10:11 AM

দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা কিছুটা কমে সাতশর নিচে নেমেছে; এই সময়ে কারও মৃত্যুর খবরও আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়।

সাত সপ্তাহ পর সোমবার দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাতশ ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ৭১৮ জন রোগী। এরপর মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ১৪ দশমিক ০৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ১৫ দশমিক ৪২ শতাংশে উঠেছিল।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৬০ জনে রয়েছে।

২৪ ঘণ্টায় ৪২৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

গত একদিনে যে ৬৬৫ জন রোগী শনাক্ত হয়েছে তাদের ৪৯৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৪১টি জেলায় এই সময়ে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৬২ লাখ।