কোভিড: এক সপ্তাহে মৃত্যু কমেছে ৭৬ শতাংশ

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে ৭৬ শতাংশের বেশি, এ সময় শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে ৪৯ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2022, 11:22 AM
Updated : 21 March 2022, 12:35 PM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। আগের সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের সপ্তাহের চেয়ে ৭৬ দশমিক ৯ শতাংশ মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল সপ্তাহে ১ হাজার ১২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ২ হাজার ২২০ জন। শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে ৪৫ দশমিক ৪ শতাংশ।

পরপর দুদিন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচে থাকার পর সোমবার আবার তা তিন অংক ছাড়িয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার আবার পেরিয়েছে ১ শতাংশের ঘর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১১ হাজার নমুনা পরীক্ষা করে ১১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ।

গত শনিবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ; রোববার ছিল শূন্য  দশমিক ৯০ শতাংশ। ওই দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৬২ ও ৮২ জন।

গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।

এই সময়ে দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন এক হাজার ১৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৭৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬১ শতাংশের বেশি।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৭ কোটি ৮ লাখের বেশি।