চবি 'সি' ইউনিটে পরীক্ষা দিয়েছে ৮৩.৫৬% আবেদনকারী

শনিবার ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 02:50 PM
Updated : 9 March 2024, 02:50 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ৮৩.৫৬ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

শনিবার সকাল সোয়া ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়।

'সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন কেন্দ্রে মোট ১৪ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেই অনুপাতে উপস্হিতির হার ৮৩.৫৬ শতাংশ।

'সি' ইউনিটে মোট আবেদন করেছিল ১৭ হাজার ৩০০ জন। এই ইউনিটে মোট আসন ৬৪০টি।

আগামী ১৬ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভূক্ত আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।