প্রতিযোগিতায় দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Published : 09 Nov 2024, 05:58 PM
বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’।
বিশ্ববিদ্যালয়টির রোবোটিক্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এতে দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬টি দলের ২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং আয়োজনের পাশাপাশি ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আয়োজন করা হয়।
এছাড়া বিভিন্ন গেমিং পর্ব- স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকারও ছিল।
রোবো ফেস্টে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা উপস্থিত ছিলেন।