বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 05:32 PM
Updated : 22 June 2021, 05:32 PM

মঙ্গলবার বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার জানিয়েছেন।

মহামারীর জন্য পিছিয়ে যাওয়া বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই হওয়ার কথা ছিল আগামী ৩০ জুন ও ১ জুলাই। এরপর ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল।

উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে মহামারী পরিস্থিতি ও লকডাউন বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ হাজার ৮৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৭৬ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৭০২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।