এবার মোট ৪০টি প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার।
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্টের অষ্টম আসর।
কুর্মিটোলা গলফ ক্লাবে গত শুক্রবার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী।
অন্যদের মধ্যে ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল শহিদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।