রমজানে ‘অযাচিত মনিটরিং’ বন্ধ চান রেস্তোরাঁ মালিকরা

‘হয়রানি ও ভয়-ভীতি’ দেখানোর অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 02:42 PM
Updated : 21 March 2023, 02:42 PM

রমজান মাসে সরকারি সংস্থার ‘শাস্তির খড়গ এড়াতে’ আট দফা দাবি তুলেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সরকারি অধিদপ্তরগুলোর বিরুদ্ধে ‘হয়রানি ও ভয়-ভীতি’ দেখানোর অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে মালিকপক্ষ।

সমিতির পক্ষে মহাসচিব ইমরান হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি বিভিন্ন অধিদপ্তরের মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালতে) সমিতির প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিতের দাবি তুলেছেন তারা।

একই সঙ্গে লকডাউনে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট শিল্পের ভুক্তভোগী উদ্যোক্তাদের জন্য সরকারি সহযোগিতা এবং মূল্যস্ফীতির বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণের দাবিও করেছে সমিতি।

নিম্ন ও মাঝারি মানের রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাটের হার সর্বোচ্চ তিন শতাংশ ও ট্যাক্সের হার সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে রেস্তোরাঁ শিল্পে গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য তিতাস কর্তৃপক্ষের লাইন ট্রান্সফার ও নাম পরিবর্তনের সব প্রতিবন্ধকতা তুলে নেওয়ার আহ্বান জানান সমিতির নেতারা।