Published : 14 Oct 2023, 05:44 PM
ফ্রেশ সিরামিকস ডিলারদের নিয়ে থাইল্যান্ডে পাঁচ দিনের আনন্দ ভ্রমণ করেছে।
ডিলারদের উৎসাহ দিতে দেশটির পাতায়া ও ব্যাংকক শহরে ‘কাটিং দ্য এজ’ শীর্ষক বিশেষ এ ভ্রমণের আয়োজন করা হয় বলে মেঘনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ আনন্দ ভ্রমণের ফলে মেঘনা সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ডিলাররা ভবিষ্যতে আরও উৎসাহ নিয়ে ও বন্ধুত্বপূর্ণতার সঙ্গে দেশের সিরামিকস খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডটিকে এগিয়ে নেবে।
চার রাত ও পাঁচ দিনের আনন্দ ভ্রমণে এমসিআইএলের চিফ অপারেটিং অফিসার এ কে এম জিয়াউল ইসলাম ও ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলমসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের পাতায়া ও ব্যাংককে আনন্দঘন সময় কাটান ফ্রেশ সিরামিকসের ডিলাররা।