দলটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় কৃষি প্রক্রিয়াজাত, ইলেকট্রনিকস ও ভবন নির্মাণসামগ্রীর ভালো চাহিদা রয়েছে। প্রাণ-আরএফএল সে সুযোগ কাজে লাগাতে পারে।
Published : 13 Mar 2024, 06:54 PM
নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার সাত সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রুপটি জানিয়েছে, নকুথুলা প্যাটিনসের নেতৃত্বে সাত সদস্যর ব্যবসায়ী দলটি বুধবার সকালে শিল্পপার্কটি পরিদর্শনে যায়।
কারখানার সার্বিক কর্মকাণ্ডে প্রশংসা করে দলটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় কৃষি প্রক্রিয়াজাত, ইলেকট্রনিকস ও ভবন নির্মাণসামগ্রীর ভালো চাহিদা রয়েছে। প্রাণ-আরএফএল সে সুযোগ কাজে লাগাতে পারে।
শিল্প পার্কের বিভিন্ন তথ্য ব্যবসায়ী দলের সামনে তুলে ধরে গ্রুপের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) নজরুল ইসলাম বলেন, “আফ্রিকা মহাদেশের প্রায় ৩৬টি দেশে প্রাণ পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে পরিবহন খরচ হ্রাসসহ কিভাবে স্বল্প খরচে আফ্রিকার বাজারে পণ্য বিপণন করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
“আমরা আগামীতে আফ্রিকার প্রতিটি দেশে বিপুল সংখ্যক পণ্য রপ্তানি করতে সক্ষম হবো বলে আশা করছি।”
এসময় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) সিদ্দিকুর রহমান অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।