বিনিয়োগের মান উন্নয়নের এ ক্যাম্পেইন চলবে দেড় মাস।
Published : 16 Oct 2024, 06:01 PM
বিনিয়োগের মান উন্নত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ৪৫ দিনব্যাপী ‘এক্সট্রা এফোটর্স ফর বেটার অ্যাসেট বেটার টুমোরো’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ মঙ্গলবার এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বলে ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস কথা বলেন।
ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।