রাশিয়া থেকে সার কেনার নতুন চুক্তি

নতুন অর্থবছরে আসবে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 04:06 PM
Updated : 2 June 2023, 04:06 PM

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে প্রথমবারের মতো এমওপি সার কিনতে চুক্তি করেছে সরকার।

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট কর্পোরেশন পোডিনটর্গের মধ্যকার চুক্তি অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে আসবে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার।

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়ার উপর একের পর পশ্চিমা নিষেধাজ্ঞা আসায় দেশটি থেকে সার কেনা প্রায় বন্ধই ছিল। তবে নতুন করে হওয়া চুক্তির সারের টাকা কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম এ সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএডিসির একজন কর্মকর্তা জানান, গত এক বছর ধরে রাশিয়া থেকে নতুন করে কোনো সার কেনা হয়নি। তবে যুদ্ধ শুরুর আগে কেনা সার দেশে এসেছে।

এমওপি সারের অন্যতম উৎস রাশিয়া থেকে সার কেনা অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প উৎস হিসাবে কানাডার সঙ্গে গত বছর দীর্ঘমেয়াদি চুক্তি করেছে সরকার।