এমএফএসে ঢাকা ওয়াসার বিল পরিশোধে শীর্ষে নগদ

‘প্রথমস্থান’ এর স্বীকৃতিস্বরূপ নগদকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 01:19 PM
Updated : 16 March 2023, 01:19 PM

গেল অর্থবছরে মোবাইলে আর্থিক সেবার কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল দেওয়া হয়েছে ‘নগদ’- এ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  মো. তাজুল ইসলাম ‘প্রথমস্থান’ এর স্বীকৃতিস্বরূপ নগদকে পুরস্কার তুলে দেন।

কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও চিফ কমার্সিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন।

তিনি বলেন, মানুষের জীবনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে শুরু থেকেই বিভিন্ন পরিষেবার বিল নগদে পরিশোধ করার সুযোগ তৈরি করা হয়।

“ফলে যে কেউ যেকোনো সময় চাইলেই মোবাইল ফোনের মাত্র কয়েকটা বাটন চেপেই বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে আমাদের গ্রাহকদের মূল্যবান সময় যেমন বাঁচছে, তেমন সাশ্রয় হচ্ছে অর্থ।”

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাকসিম এ খানের সভাপতিত্বে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার সচিব মুহাম্মদ ইবরাহিম ও ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।