সিংড়ায় পশুর হাটে নগদের ডিজিটাল পেমেন্ট বুথ থেকে ক্যাশআউট ও অ্যাকাউন্ট খোলার সুযোগও রয়েছে।
Published : 12 Jun 2024, 06:08 PM
নাটোরের সিংড়ায় কোরবানির পশুর হাটে কেনাকাটায় ক্যাশলেস লেনদেন করা যাবে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে।
বুধবার নগদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিংড়া হাটের ডিজিটাল পেমেন্ট বুথ থেকে ক্রেতা-বিক্রেতারা নগদে সর্বনিম্ন খরচে ক্যাশআউট করার সুবিধাও পাবেন।
এছাড়া হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নগদ অ্যাকাউন্ট না থাকলে বুথ থেকে অল্প সময়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন।
নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “প্রতিবছরের মত এবারও দেশের বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের লেনদেন নিরাপদ ও সাশ্রয়ী করতে এ সেবা দেওয়া হচ্ছে।”