ঢাকার বাইরের বিক্রেতা বেড়েছে ৬০০ শতাংশ।
Published : 26 Nov 2023, 07:17 PM
দুই কোটির বেশি ক্রেতার অংশগ্রহণে শেষ হয়েছে ই-কমার্স প্লাটফর্ম ‘দারাজ’র এ বছরের ১১.১১ ক্যাম্পেইন।
গত ১১ নভেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনটি ২২ নভেম্বর শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এবারের ১১.১১ ক্যাম্পেইনে ৩০ হাজারের বেশি ব্র্যান্ডের সাথে দুই কোটির বেশি ক্রেতার সংযোগ ঘটেছে।
“এ বছর দারাজের লক্ষ্য ছিল সবচেয়ে বড় সেল উৎসবের মাধ্যমে সকলের কাছে ই-কমার্সের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যে দারাজের ১১.১১ তে সেরা দামে বৈচিত্র্যময় পণ্য অফার করা হয়।”
ব্যবসায়ীরা সাধারণ দিনের তুলনায় ক্যাম্পেইনের প্রথম দিন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকার বেশি পণ্য বিক্রি করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কন্টেন্ট ক্রিয়েটররা আগের বছরের তুলনায় ৪০০ শতাংশ পর্যন্ত আয় বৃদ্ধি করতে পেরেছেন।
এবারের ক্যাম্পেইনে ঢাকার বাইরের বিক্রেতা ৬০০ শতাংশ বেড়েছে। লজিস্টিক পার্টনারদের সহায়তায় দারাজ ২ হাজার ৫০০ এর বেশি রাইডার নিয়োগ করা হয়েছে।
দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ারকে মিকেলসেন বলেন, “এ বছর আমরা ক্রেতাদের জন্য অনলাইন কেনাকাটা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ফলপ্রসূ করার পাশাপাশি বিক্রেতাদের বিক্রয় সর্বাধিক করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করেছি।
“আমরা আমাদের ক্রেতা, বিক্রেতা, ব্র্যান্ড, ক্রিয়েটর, পার্টনার এবং দারাজের অসাধারণ টিমের প্রতি কৃতজ্ঞ- যাদের সহায়তা ছাড়া দারাজ ১১.১১-এর বিপুল সফলতা সম্ভব হত না।”