ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু

দুটি নতুন অফার চালুর ঘোষণাও দিয়েছে দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2022, 03:03 PM
Updated : 21 Nov 2022, 03:03 PM

দেশজুড়ে আবার ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৬ শুরু করেছে ওয়ালটন।

এর আওতায় ওয়ালটন ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনলে স্ক্র্যাচ কার্ডে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। 
রোববার ওয়ালটনের করপোরেট অফিসে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৬ এর ঘোষণা অনুষ্ঠানে ‘স্বস্তির অফার’ এর বিস্তারিত তুলে ধরা হয় বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

অফারের আওতায় সোমবার থেকে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা।

অনুষ্ঠানে জানানো হয় স্বস্তির অফার এর পাশাপাশি ‘হট সেল’ সুবিধার আওতায় ৩০ নভেম্বর পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়া ওয়ালটন ওয়াশিং মেশিনে ‘আগে ট্রাই পরে বাই’ সুবিধায় ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুযোগও রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও তোফায়েল আহমেদ জানান, বর্তমানে ১৪ হাজার ৯৯০ থেকে ১ লাখ ৮ হাজার ৯৯০ টাকার মধ্যে বিভিন্ন ধারণক্ষমতার দুই শতাধিক মডেলের ওয়ালটন ফ্রিজ রয়েছে।

দ্রব্যমূল্যের বাজারে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের এসব ফ্রিজ ক্রয়ে গ্রাহকদের স্বস্তি দিতে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক, ফ্রি পণ্যসহ নানান সুবিধা দেয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

দেশজুড়ে এর আগে ১৫ বার ডিজিটাল ক্যাম্পেইনের ধারাবাহিকতায় ওয়ালটন অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদেরকে দ্রুত সেবা দিতে এবারও তা অব্যাহত রেখেছে।

এ ক্যাম্পেইনে অংশ নিয়ে পণ্য কিনলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহকের চিন্তার কোনো কারণ নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আমিন খান ও সাখাওয়াত হোসেন, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান।