মার্চে প্রতিকেজি এলপিজির দাম বেড়ে ১২৩ টাকা ৫২ পয়সা

সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম বেড়েছে ৮ টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 10:44 AM
Updated : 3 March 2024, 10:44 AM

সৌদি আরামকোর দাম অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের বাজারে এলপিজির দাম কেজিতে ৬৬ পয়সা বেড়েছে।

রোববার মার্চ মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি।

এ মাসে প্রতিকেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১২৩ টাকা ৫২ পয়সা, যা ফেব্রুয়ারি মাসে ১২২ টাকা ৮৬ পয়সা ছিল।

সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম বেড়েছে ৮ টাকা। ফেব্রুয়ারিতে ১৪৭৪ টাকা করে বিক্রি হওয়া ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার মার্চে বিক্রি হবে ১৪৮২ টাকায়।

মার্চের মূল্য ঘোষণা দেখা যায়, সৌদি আরামকোর মূল্য অনুযায়ী এলপিজির মূল কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য মার্চের জন্য ধরা হয়েছে ৬৩৬ দশমিক ৫০ ডলার; ফেব্রুয়ারি মাসেও তাই ছিল।

এরপরেও দেশে এলপিজির দাম বাড়ার কারণ জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ফেব্রুয়ারি মাসে প্রতি ডলারের দাম ধরা হয়েছিল ১২০ টাকা ৫২ পয়সা। মার্চে সেটা আরেকটু কমিয়ে ১১৯ টাকা ৮৯ পয়সা ধরা হয়েছে। অর্থাৎ গতমাস থেকেও ডলারের দাম ৬৩ পয়সা কম।

“তবে এলপিজি অপারেটরা জানিয়েছেন জাহাজ ভাড়া বেড়েছে। সে কারণে দাম একটু বাড়াতে হয়েছে।”

মার্চ মাসের জন্য রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১১৯ টাকা ৬৯ পয়সা। প্রতিলিটার অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬৮ টাকা ০৫ পয়সা।