শিগগিরই আরেকটি এয়ারবাস এ৩৩০-৩০০ যুক্ত হবে।
Published : 09 Feb 2024, 06:33 PM
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ২৩তম উড়োজাহাজ হিসেবে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০।
এটি চীনের গুয়াংজু থেকে শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউএস বাংলা জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এয়ারক্রাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
এ এয়ারবাসটি বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে। ভবিষ্যতে এটি উড়বে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। শিগগিরই আরেকটি এয়ারবাস এ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক পথে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।