ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পদক তুলে দেন।
Published : 14 Jul 2024, 06:45 PM
রপ্তানি বাণিজ্যে অবদানে বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি স্বর্ণপদকসহ সাতটি পদক পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক, মেলামাইন ও হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ২০২১-২২ অর্থবছরের এ পুরস্কার পাওয়ার কথা প্রাণ-আরএফএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে টানা ২১ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার পেল প্রাণ-আরএফএল। সেইসঙ্গে এক অর্থবছরে সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক অর্জন করেছে এ কোম্পানি।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি পদক তুলে দেন।
এবার অ্যাগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড স্বর্ণ, প্রাণ অ্যাগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে।
অপরদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড স্বর্ণ ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রোঞ্জপদক পেয়েছে। পাশাপাশি মেলামাইন শিল্পে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড স্বর্ণ এবং হালকা প্রকৌশল খাতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জপদক পেয়েছে।
অনুষ্ঠানে হবিগঞ্জ অ্যাগ্রো ও অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
প্রাণ অ্যাগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক একেএম মইনুল ইসলাম মইন এবং প্রাণ ফুডসের পক্ষে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সিকদার পুরস্কার নেন। ডিউরেবল প্লাস্টিক, বঙ্গ প্লাস্টিক ও রংপুর মেটালের পক্ষে পদক গ্রহণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
প্রাণ-আরএফএল গ্রুপ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে এ গ্রুপ। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএলের পণ্য পাওয়া যাচ্ছে।