যশোর থেকে কক্সবাজারে নভোএয়ারের সরাসরি ফ্লাইট শুরু

একমুখী যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 11:49 AM
Updated : 30 Nov 2022, 11:49 AM

আগের ঘোষণা অনুযায়ী যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভোএয়ার।

বুধবার যশোর বিমানবন্দরে এ রুটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

নভোএয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ রুটের ফ্লাইট যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে এবং প্রতি শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যশোরে পৌঁছাবে সকাল ১১টায়।

এর আগে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার ঘোষণা গত ২৩ নভেম্বর দিয়েছিল এয়ারলাইন্সটি।

এতে একমুখী যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণের কথা জানিয়েছে সংস্থাটি।

উদ্বোধন অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালনা মফিজুর রহমান, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

এদিকে ফ্লাইট শুরু উপলক্ষে কক্সবাজারে তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা দেওয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নভোএয়ার।

এজন্য কক্সবাজারের ছয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর থেকে কক্সবাজারে দুজনের রিটার্ন টিকেট কিনলেই সুবিধাটি পাওয়া যাবে।

ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর ও কলকাতা ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

আর রাজশাহী থেকে কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা এ মাসেই শুরু হয়েছে।

আরও পড়ুন

Also Read: যশোর থেকে কক্সবাজারে যাবে নভোএয়ারের ফ্লাইট

Also Read: রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে নভোএয়ার