সিরিজের নাম দেওয়া হয়েছে ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি’।
Published : 20 Nov 2024, 08:37 PM
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজের ‘টাইটেল ও পাওয়ার্ড বাই’ স্পন্সর হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা এবং রুচি।
স্কয়ার গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি’। মঙ্গলবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বিসিবির পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আসন্ন নারী ওয়ানডে সিরিজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর সিলেটে ৫, ৭ ও ৯ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ হবে।