সম্প্রতি জনপ্রিয় তারকা আরিফিন শুভকে এক সতর্কতা সংবাদে টক্সিক রিলেশন নিয়ে কথা বলতে শোনা গেছে। তিনি বলেন, টক্সিক রিলেশনের কারণে মানুষ শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, ঘর হয়ে ওঠে বিষাক্ত। হঠাৎ করে তাকে এই বিষয়ে কথা বলতে দেখার পর আলোচনার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে। তিনি আরও জানান, টক্সিক রিলেশনের এক্সপার্ট সল্যুশনের জন্য বার্জার-এর সাথে থাকতে। এখন দেখার বিষয় আরিফিন শুভ ও বার্জার পেইন্টস্বাংলাদেশ কী সল্যুশন নিয়ে আসছে।
Published : 11 Jan 2024, 03:48 PM
ডিসক্লেইমারএটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।