Published : 25 Jun 2016, 02:56 PM
মাননীয় শিক্ষামন্ত্রী আপনি এসে দেখে যান আপনার সোনার ছেলে মেয়েরা সায়েন্সে এ-প্লাস পেয়েও কোন ভাল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেনা। অবশেষে বাধ্য হয়ে জবাই হচ্ছে কসাইদের হাতে অর্থার শিক্ষাকে বাণিজ্য রুপ দেওয়া প্রাইভেট কলেজ গুলিতে। আর যারা গরিব তাদের আর হয়তো টাকার অভাবে কসাইদের হাতে জবাই অর্থার শিক্ষাকে বাণিজ্য রুপ দেওয়া প্রাইভেট কলেজ গুলিতে এ বছর আর সায়েন্স নিয়ে ভর্তি হওয়া হবেনা টাকার অভাবে। আগামী বছর হয়তো তারা তাদের প্রিয় বিষয় সায়েন্স ত্যাগ করে অন্য কোন বিষয় নিয়ে আবার আবেদন করবে।
আর না হয় বাবা মা (মেয়ে) বিয়ে দিয়ে দেবে অথবা (ছেলে) কোন মেকানিক ওয়ার্কশপে। ইতি হবে আপনার সোনার ছেলে মেয়ের শিক্ষা জীবন।
মাননীয় শিক্ষামন্ত্রী জানী তখন আপনার একটুও লজ্জা বোধ হবেনা । আমি বলিনা কিন্তু লোকে বলে রাজনীতিবীদদের নাকী লজ্জা থাকেনা। এরা নাকী নির্লজ্জ হয়। আপনিও তাদের একজন মাননীয় শিক্ষামন্ত্রী।