Published : 07 Nov 2012, 09:02 PM
অফিস আদালতে কাজের ফাঁকে ফাঁকে অন লাইনে দৈনিকগুলোর দিকে চোখ রাখেননা এমন মানুষের সংখ্যা দিনকে দিন কমে আসছে । কিন্তু প্রতিটি দৈনিকের ওয়েবসাইটের ঠিকানা খুঁজে বের করে সংবাদ পড়া বেশ বিরক্তিকর ব্যাপার, তাই এখানে কয়েকটি জনপ্রিয় দৈনিক বাংলা সংবাদপত্রের নাম ও লিংক একসাথে জুড়ে দিলাম । যেন সহজেই পড়া যায় । যদিও কাজটি করেছি নিজের সংবাদপত্র পড়ার সুবিধার জন্য । তবুও সবার সঙ্গে শেয়ার করলাম সকলের উপকার হলেই আমার পরিশ্রম স্বার্থক হবে । উপকার হলে বলতে ভুলবেন না কিন্তু ????