আমরা সামনের দিকে তাকাতে চাই: সিইসি

“প্রত্যাশার বিপরীতে অনুকূল বাস্তবতা, প্রতিকূল বাস্তবতা রয়েছে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2024, 04:03 AM
Updated : 30 Jan 2024, 04:03 AM

রাজনৈতিকভাবে বাংলাদেশ যে ‘তীক্ষ্ণভাবে বিভক্ত’, সেটা মেনে নিয়েই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

নির্বাচন সামনে রেখে সম্পাদক, সাবেক আমলা, সাবেক নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার বিশেষজ্ঞদের নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি বলেছেন, ভোট নিয়ে সাধারণের প্রত্যাশা জানতে পারলে তাদের কাজ সহজ হবে।

বুধবার সকালে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই পর্যালোচনা অনুষ্ঠান শুরু হয়।

সভার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা কিছুটা নতুন আঙ্গিকে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করেছি। যারা রাজনীতিতে সম্পৃক্ত নন, বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা বিদগ্ধজন। তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশাটাই আপনাদের মাধ্যমে যতদূর সম্ভব উঠে আসে।

“প্রত্যাশার বিপরীতে অনুকূল বাস্তবতা, প্রতিকূল বাস্তবতা রয়েছে। পুরো অ্যাকাডেমিক পয়েন্ট থেকে বিচার করলে সুবিধা হবে, আমরা সমৃদ্ধ হব।”

সিইসি বলেন, “আপনারা জানেন, আমরা জানি, আমাদের দেশে রাজনীতি রাজনৈতিক প্রশ্নে বেশ শার্পলি, তীক্ষ্ণভাবে বিভক্ত। যার ফলে রাজনৈতিক বিতর্ক উপস্থাপন হলে আলোচনাগুলো খুবই ধারালো, আক্রমণাত্মক হয়ে থাকে। আজকে সেদিকে যাব না। আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি।”

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। সেই বিপুল কর্মযজ্ঞ সামনে রেখে এই পর্যালোচনা সভার আয়োজন করেছে ইসি।  

অনুষ্ঠান সঞ্চালনা করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন। রাজনৈতিক দল, ভোটার, গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশিরা সবাই তাকিয়ে আছে। কূটনৈতিক মহলেও ব্যাপক আগ্রহ। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা উপকৃত হবে বলে প্রত্যাশা করি।”

অনুষ্ঠানটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি দেখানো হচ্ছে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)