রোববার সকাল আটটা থেকে পূর্বাঞ্চলের এবং দুপুর দুইটা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর সব ট্রেনের টিকেট অনলাইনে কেনা যাবে
Published : 23 Mar 2024, 03:28 PM
রোজার ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে রোববার।
এদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর সব ট্রেনের টিকেট অনলাইনে কেনা যাবে বলে কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার জানান।
শনিবার সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের টিকেট বিক্রি শুরুর বিষয়ে মন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা অনুযায়ী টিকেট বিক্রির সময় ঠিক করা হয়েছে।”
আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী রোববার টিকেট বিক্রি শুরু হয়ে টিকেট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।
বরাবরের মতই ঈদের আগাম টিকেট বিক্রি হবে যাত্রার দিনের ১০ দিন আগে। প্রথম দিন ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকেট।
গত ১৩ মার্চ রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী অগ্রিম টিকেট বিক্রির সূচি প্রকাশ করেন। রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সেদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মার্চ বিক্রি হবে ৪ এপ্রিলের টিকেট, ২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকেট।
ঈদে ট্রেনের আগাম টিকেট ২৪ মার্চ থেকে
এরপর ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের, ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে।
রেলওয়ের মহাপরিচালক সাহাদাত আলী বলেন, “চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।”
এবারও ঈদযাত্রার কোনো টিকেট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকেট বিক্রি হবে।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকেট মিলবে।
এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি হবে।
ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।