বিজিবি প্রধানের দায়িত্ব নিলেন মেজর জেনারেল আশরাফুজ্জামান

তিনি এর আগে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2024, 01:14 PM
Updated : 5 Feb 2024, 01:14 PM

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব নিলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকালে তিনি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানের আগে মেজর জেনারেল আশরাফুজ্জামান সেনাবাহিনীর সদর দপ্তর, ঢাকায় সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন পান।

সেনাবাহিনীর এই কর্মকর্তা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর পরিচালক ছিলেন একসময়।

ইথিওপিয়া ও সুদানে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্স-এ ফোর্স জেনারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।