অপহরণকারীরা একসময় ওই শিশুর বাবার বাসায় ভাড়া থাকত।
Published : 07 Dec 2023, 07:10 PM
রাজধানীতে এক শিশুকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার অপহরণের ঘণ্টা পাঁচেকের মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয় বলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন, ইব্রাহিম রনি (৩২) ও আফজাল মাতুব্বর (২৪)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হারুন জানান, মিরপুর থানার পূর্ব মনিপুর কাঠালতলা এলাকার একটি বাসা থেকে বুধবার সাড়ে ৪ বছর বয়সী এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশ মোহাম্মদপুর, জিগাতলা, হাজারীবাগ, লালবাগ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীর আব্দুল্লাহপুর এলাকায় টানা অভিযান চালায়।
মিরপুর বিভাগের (গোয়েন্দা) উপ পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার জানান, গ্রেপ্তার দুজন ভুক্তভোগীদের বাসায় ভাড়া থাকত। সেই পরিচয়ের সূত্র ধরে তারা আবার বাসা ভাড়া নেওয়ার জন্য আসে। এরপর ওই বাড়ির এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে তারা।
“আমরা খবর পেয়ে গোয়েন্দা নজরদারি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে দুইজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই।”