Published : 17 Oct 2023, 01:08 PM
ঢাকার কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে মাদক আইনে এবং খুনের অভিযোগে মামলা ছিল।
নিহত মো. রমজানের বয়স ৪৩ বছর। লালবাগের ইসলামবাগ এলাকায় তার বাসা। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তফা আনোয়ার বলেন, মুসলিমবাগ লবণ ফ্যাক্টরি এলাকায় দায়িত্বরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে রমজানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার বুকে ও ঘাড়ে দুটি গুলির চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, “রমজানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এছাড়া অন্যান্য থানায় হত্যাসহ আরো মামলা রয়েছে বলে জানতে পেরেছি।”
কারা কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও কোনো ধারণা পায়নি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।