কানে ছিল ফোন, ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

কনস্টেবল ইয়ামিনের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 04:54 PM
Updated : 11 August 2022, 04:54 PM

ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইনের ধারে ইয়ামিন আহমেদ নামে ২৬ বছর বয়সী ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) বিভাগে কর্মরত ছিলেন ইয়ামিন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান বলেন, “ইয়ামিন মোবাইলে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা পড়েন।ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।”

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রেল লাইনের ধারে ইয়ামিন কেন গিয়েছিল সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।

সহকর্মীরা জানান, ইয়ামিনের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। শ্বশুরকে দেখতে ইয়ামিনের স্ত্রী সকালে সিলেট থেকে রওনা হয়েছিলেন।

ইয়ামিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও তার স্ত্রী-সন্তান সিলেটের কোম্পানিগঞ্জেই থাকেন।