সংসদে অনুপস্থিতির ছুটি পেলেন খন্দকার মোশাররফ

“অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না,” আবেদনে লেখেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2024, 05:12 AM
Updated : 13 Feb 2024, 05:12 AM

সংসদে দীর্ঘ অনুপস্থিতির জন্য ছুটি পেয়েছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অসুস্থতার কারণে বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন সরকারি দলের এ সংসদ সদস্য। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটি চাইলে সংসদ তা মঞ্জুর করে।

চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন আরও চিকিৎসা প্রয়োজন হওয়ায় ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ দিনের ছুটির আবেদন করেছেন তিনি। মঙ্গলবার সংসদে খন্দকার মোশাররফের ছুটির আবেদন পাঠ করে শোনান অধিবেশেনের সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

আবেদনে এ সংসদ সদস্য লেখেন, “অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না।”

চিঠিতে তিনি ব্যাক পেইন, অনিয়ন্ত্রিত ডায়েবেটিস, ব্লাড প্রেশারসহ নানান রোগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে উল্লেখ করেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)