পদ্মা সেতু দিয়ে গাড়ি পারাপার শুরু হয়েছিল গত বছরের জুন মাসে।
Published : 11 Feb 2024, 04:48 PM
ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর। সকাল ৯টায় ট্রেনটি কমলাপুর থেকে ছাড়বে, সেদিনই ফিরে আসবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান জানিয়েছেন, রেলপথমন্ত্রীসহ কর্মকর্তারা পরীক্ষামূলক ওই ট্রেনের যাত্রী হবেন। পরীক্ষামূলক ওই ট্রেনে সাতটি কোচ থাকবে। এতে যুক্তরাষ্ট্র থেকে আনা নতুন ইঞ্জিন এবং চীন থেকে আনা নতুন কোচ যুক্ত করা হবে।
পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানোর পর গত ৪ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। এবার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যাবে ট্রেন। পদ্মা সেতু দিয়ে গাড়ি পারাপার শুরু হয়েছিল গত বছরের জুন মাসে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)