সচিব খাজা মিয়া ওএসডি

আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি প্রচার চালান খাজা মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2023, 02:38 PM
Updated : 11 July 2023, 02:38 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। 

বিসিএস দশম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ওএসডি করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

চাকরির মেয়াদ ছয় মাস থাকতেও কেন খাজা মিয়াকে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে কিছু বলতে চাননি। 

আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি প্রচার চালান খাজা মিয়া। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক প্রচারের কারণে সচিব খাজা মিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন সচিবকে উকিল নোটিসও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকাকালে গত ১ জুন জ্যেষ্ঠ সচিব হন খাজা মিয়া। তার আগে ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২১ সালের ২ জুন পর্যন্ত তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। 

বক্তব্য জানতে বুধবার রাতে সচিব খাজা মিয়াকে ফোন করলে তার সরকারি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবের একান্ত সচিব আসিফ মাহমুদ জানান, মঙ্গলবারও অফিস করেছেন সচিব খাজা মিয়া।