ফার্মগেইটে ককটেল বিস্ফোরণে দুইজন আহত, গ্রেপ্তার ১

ঘটনার সময় দৌড় দেওয়া হৃদয় নামের একজনকে ধরে ফেলে আশপাশের লোকজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2023, 04:51 PM
Updated : 2 Dec 2023, 04:51 PM

ঢাকার ফার্মগেইট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী।

শনিবার সন্ধ্যার পর ফার্মভিউ সুপার মার্কেটের সামনের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান (৫৬) ও তার ভাতিজা সামিট ওয়েল অ্যান্ড শিপিংয়ের ব্যবস্থাপক নাজমুস শাহাদাত (৩৫ )।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবাইয়াত জামান জানান, দুই মোটর সাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।”

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফার্মগেইটে ওভারব্রিজ দুটি ককটেল ছোঁড়া হয়েছিল বলে তারা জেনেছেন।

ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাচ্ছিলেন একজন। স্থানীয় লোকজনের সহায়তায় হৃদয় নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসির ভাষ্য, “সে নিজেকে যুবদলের সাথে সম্পৃক্ত এবং ককটেল মারার কথা স্বীকার করেছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা আহত শাহাদতের চাচা হাফিজ আহমেদ জানান, শাহাদত মোটর সাইকেল চালাচ্ছিলেন, পেছনে ইমদাদ বসা ছিলেন। তারা কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইমদাদুল হকের ডান হাতে ও কপালে স্প্রিন্টার লেগেছে; আর শাহাদাতের লেগেছে ডান হাতে ও বুকে। হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।