মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

তারা এ পর্যন্ত চার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2024, 12:59 PM
Updated : 18 Feb 2024, 12:59 PM

উপ-সচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তাররা হলেন- জুবায়ের ওরফে মো. আসাদুজ্জামান মানিক ওরফে লুৎফর রহমান (৪৭) ও মো. আব্দুল গফফার ওরফে সুমন চৌধুরী ওরফে সাইফুল (৭৭)।

তাদের গত ১৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপসচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তি ও নতুন নিয়োগপ্রাপ্ত লাইব্রেরিয়ানদের বেতনভাতাদি নিয়মিত করে দেওয়ার আশ্বাসে কোটি কোটি টাকা আত্মসাতে তারা জড়িত।

প্রতারণার ঘটনায় একজন মাদ্রাসা শিক্ষক গত বছরের ৯ ডিসেম্বর একটি মামলা করেন। 

থানার হাত ঘুরে মামলার তদন্তভার পিবিআই পাওয়ার পর জুবায়েরকে গাইবান্ধা থেকে আর সুমনকে উত্তরা থেকে গ্রেপ্তার করে। 

তারা এ পর্যন্ত চার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।