খালের সীমানা হতে হবে সিএস দাগে: মেয়র আতিক

মেয়র জানান, মহানগর জরিপে খালের সীমানা অনেক কমিয়ে দেখান হচ্ছে, অসাধু লোকজন খাল দখল করে ফেলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 01:08 PM
Updated : 7 June 2023, 01:08 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহর বাঁচাতে ব্রিটিশ আমলে করা জরিপ (সিএস দাগ) অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে।

বুধবার মিরপুরে রূপনগর খাল সংলগ্ন লিংক রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি।

আতিক বলেন, “ঢাকার খালগুলো দখল হয়ে যাচ্ছে। আগে খালগুলো সিএস দাগ অনুযায়ী অনেক চওড়া ছিল। বর্তমানে মহানগর জরিপে খালগুলো ছোট হয়ে গেছে।

“সিএস দাগ অনুযায়ী যেখানে ১১০ ফুট চওড়া খাল ছিল মহানগর জরিপে সেটি ১০ ফুট হয়ে গেছে। অসাধু লোকজন বাকি ১০০ ফুট দখল করে ফেলেছে। ঢাকা শহরকে বাঁচাতে হলে মহানগর জরিপ নয়, সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে। সরকারের কাছে দাবি, নদীর সীমানা যদি সিএস দাগ অনুযায়ী হয়, খালের সীমানাও সিএস দাগ অনুযায়ী হতে হবে।”

খালগুলো দখল হয়ে যাওয়ায় রাজধানীর পরিবেশের উপর তার প্রভাব তুলে ধরে তিনি বলেন, “গাছ কেটে, মাঠ দখল করে ভবন বানিয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ধ্বংস করায় পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতিবান্ধব সমাধানের জন্য খাল উদ্ধার করতে হবে। মাঠ দখলমুক্ত করতে হবে। গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ যারা ধ্বংস করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

ঢাকা ওয়াসার কাছ থেকে ২৯টি খাল বুঝে পাওয়ার পর সেগুলোর সীমানা নির্ধারণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। তবে সিএস দাগ অনুযায়ী সীমানা নির্ধারণ করতে গিয়ে জটিলতায় পড়েছে তারা। সীমানা নির্ধারণে ২০২২ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার সীমানা খুঁটি বসানোর কথা, এ পর্যন্ত মাত্র পাঁচশর বেশি খুঁটি বসাতে পেরেছে।

ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পি)।

পরে রূপনগর এলাকায় ডেঙ্গু নিয়ে সচেতনতা কার্যক্রম চালান মেয়র আতিকুল ইসলাম।