এর আগেও শিশুটি সেখানে একবার পড়েছিল।
Published : 23 Feb 2024, 11:02 PM
রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুর এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেছে এক শিশুর।
শুক্রবার বিকালে খেলার সময় আড়াই বছর বয়সী আবির সেখানে পড়ে যেতে পারে বলে ধারণা পুলিশের।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, আবিরের পরিবার দক্ষিণ মনিপুর এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকে। তার বাবা নুরুজ্জামান ফুটপাতে হকারি করেন।
শুক্রবার সন্ধ্যায় মা শাহনাজ বেগম আবিরকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি পাশের বাসার সেপটিক ট্যাংকের ভেতরে মৃত অবস্থায় আবিরকে পান।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “বিকালে খেলতে খেলতে ওই আধ খোলা সেপটিক ট্যাংকের ভেতরে আবির পড়তে পারে। তার পরিবার জানিয়েছে, এর আগেও একবার ওই ট্যাংকে পড়েছিল শিশুটি।”
সেপটিক ট্যাংক আধ খোলা থাকার পেছনে ভবন মালিকের গাফিলতি আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি পুলিশ তদন্ত করছে, কেন আধ খোলা ছিল।”