তারা সংগঠনের জন্য নতুন সদস্যও সংগ্রহ করতে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।
Published : 20 Feb 2024, 05:13 PM
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তাররা হলেন মো. আবু সাইদ (১৯) ও মো. নাঈম মোল্লা (২৫)।
মঙ্গলবার এটিইউ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, সোমবার রাতে কালিয়াকৈরের টানসুত্রাপুর এলাকা থেকে আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী নাঈমকে ঝালকাঠি সদর থেকে গ্রেপ্তার করা হয়।
এটিইউ জানায়, আবু সাইদ ২০২৩ সাaলে স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পাস করে কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় কাজ করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আবু সাইদ ও নাঈম মোল্লা দীর্ঘদিন যাবৎ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট প্রচার-প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।”
এছাড়াও তারা সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহের কাজও করতেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।