আজিমপুরে আইনজীবীর বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

পুলিশ জানায়, সাজেদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আইনজীবী গৃহকর্তার দাবি, ফ্যানের সঙ্গে ঝুলে ‘আত্মহত্যা’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 05:51 PM
Updated : 5 Oct 2022, 05:51 PM

পুরান ঢাকার আজিমপুর চায়না বিল্ডিং এলাকায় এক আইনজীবীর বাসা থেকে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাজেদা বেগম (৪৫) নামের ওই গৃহকর্মীর গ্রামের বাড়ি ময়মনসিংহে।

পুলিশ জানায়, সাজেদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আইনজীবী গৃহকর্তার দাবি ফ্যানের সঙ্গে ঝুলে তাদের গৃহপরিচারিকা ‘আত্মহত্যা’ করেছেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, বুধবার রাতে চায়না বিল্ডিং গলির একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গৃহকর্তা মো. মিজান একজন আইনজীবী জানিয়ে তিনি বলেন, “মিজানের দাবি সকালে সাজেদাকে ভেতরে রেখে দরজায় তালা মেরে বাইরে গিয়েছিলেন তারা স্বামী-স্ত্রী। দুপুরে বাসায় ফিরে দেখেন সাজেদা ফ্যানের সঙ্গে ঝুলছে।“

ওই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ যেভাবে ঝুলছে, তাতে সন্দেহের সৃষ্টি হয়েছে। মরদেহের মাথায় জখমের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

গৃহকর্তা ও গৃহকত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সাজেদার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।

ওই বাসায় সাজেদা কতদিন ধরে কাজ করছেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি জানান, পুলিশ এখনও নানা তথ্য সংগ্রহ করছে এবং লাশের ময়নাতদন্তের ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।