মাঝ আকাশে অসুস্থ যাত্রী, জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না

ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল; কিন্তু এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটাতে হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2024, 07:01 AM
Updated : 20 Jan 2024, 07:01 AM

কুয়েত থেকে ঢাকার পথে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের এক যাত্রী মারা গেছেন।

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করলেও তাকে বাঁচানো যায়নি বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান।

মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্লাইটটি কুয়েত থেকে ঢাকা আসছিল। এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। কিন্তু অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

“আমরা এখন তাকে নিজ খরচে দেশে আনার প্রস্তুতি নিচ্ছি। নাম-পরিচয় পরে জানানো হবে।”

ঢাকায় নামতে পারেনি আরো ৩ ফ্লাইট

শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি যাত্রীবাহী ও একটি কার্গো বিমান সিলেট, চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটগুলো।

সকাল সাড়ে ১০টার পর সেগুলো ঢাকায় স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে বলে জানান তিনি।