ঈদে যাওয়া ৮২ লাখ সিম এখনও ফেরেনি ঢাকায়

মোবাইল সিম স্থানান্তরের তথ্যে ধারণা মেলে, ঈদে বাড়ি যাওয়া অর্ধেক মানুষও ছুটি শেষে ফেরেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 12:13 PM
Updated : 25 April 2023, 12:13 PM

রোজার ঈদে মোট মানুষের সঙ্গে ১ কোটি ২৩ লাখ সিম ঢাকা ছেড়েছিল, তবে ছুটি শেষে ফিরেছে ৪১ লাখ। ফলে ৮২ লাখের মতো সিমধারী এখনও রয়েছেন রাজধানীর বাইরে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেইসবুক পাতায় মঙ্গলবার মোবাইল সিম স্থানান্তরের এই তথ্য জানিয়েছেন।

এরমধ্য দিয়ে এবারের ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যার একটি ধারণা পাওয়া যায়।

যদিও ১ কোটি ২৩ লাখ সিম ঢাকা ছেড়ে যাওয়ার অর্থ এই নয় যে এই সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। কারণ একজন ব্যক্তির একাধিক মোবাইল সিম যেমন রয়েছে, তেমনি আবার অপ্রাপ্তবয়স্করা সিমের মালিক হয় না, যদিও ঢাকা ছাড়ার মিছিলে তারাও ছিল।

গত শনিবার সারাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ করতে বিপুল সংখ্যক মানুষ বরাবরই রাজধানী ছাড়ে।

এবার ঈদের ছুটি মূলত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ছুটি শেষে ২৪ এপ্রিল সোমবার অফিস-আদালত খোলে।

ছুটি ১৯ এপ্রিল শুরু হলেও ১৮ এপ্রিল অফিস শেষেই অনেকে বাড়ির পথে রওনা হন। মন্ত্রী মোস্তফা জব্বার সেই দিন থেকে ঢাকা ছেড়ে যাওয়ার মোবাইল সিমের হিসাব দিয়েছেন।

তার দেওয়া হিসাব অনুযায়ী, ঈদের আগে থেকে শুরু করে ঈদের পর সোমবার পর্যন্ত সাত দিনে ১ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ মোবাইল সিম ঢাকা ছেড়েছে।

  • ১৮ এপ্রিল- ১২ লাখ ২৮ হাজার ২৭৮

  • ১৯ এপ্রিল- ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫

  • ২০ এপ্রিল- ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯

  • ২১ এপ্রিল- ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮

  • ২২ এপ্রিল- ১৬ লাখ ৭ হাজার ৫৪৬

  • ২৩ এপ্রিল- ১২ লাখ ২৮ হাজার ৮০১

  • ২৪ এপ্রিল- ৯ লাখ ৩৯ হাজার ৮০৮

এতে দেখা যাচ্ছে, ঈদের আগের দিন সবচেয়ে বেশি মোবাইল সিম ঢাকা ছেড়েছে। সেদিন সড়ক ‍ও ট্রেনে মানুষের ভিড়ও দেখা গিয়েছিল।

মোবাইল সিম গমনাগমনের তথ্যে ঈদের দিন এবং ঈদের পরদিনও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের মিছিল ধরা পড়ে। তবে ঈদের পরে সংখ্যাটি কমতে থাকে।

অন্যদিকে ঈদে যারা বাড়ি গেছেন, ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছেন তারা। তবে সবাই ফিরছেন না বলে মোবাইল সিম গমানাগমনের তথ্যে ধরা পড়ে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের পর সোমবার পর্যন্ত ঢাকায় ফিরেছে ৪১ লাখ ৬১ হাজারের বেশি মোবাইল সিম।

ঈদের আগেও ঢাকার বাইরে থেকে মোবাইল সিম ঢাকায় আসছিল। তবে ঈদের আগে-পরে মোবাইল সিম গমনাগমনে বড় পার্থক্য ধরা পড়ছে না।

  • ১৮ এপ্রিল ফিরেছে- ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ সিম

  • ১৯ এপ্রিল ফিরেছে- ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম

  • ২০ এপ্রিল ফিরেছে- ৬ লাখ হাজার ৫৯৭ সিম

  • ঈদের দিন ২২ এপ্রিল ফিরেছে- ৩ লাখ ৯৯ হাজার ১৮১ সিম

  • ২৩ এপ্রিল ফিরেছে- ৪ লাখ ৯২ হাজার ৬১৯ সিম

  • ২৪ এপ্রিল ফিরেছে- ৮ লাখ ৭৮ হাজার ৪২ সিম