রাজধানীর ১৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এ উপহার দেওয়া হয়।
Published : 31 Jan 2024, 04:54 PM
ঢাকা মহানগর পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর দেড় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চকোলেট বিতরণ করা হয়েছে।
বুধবার ডিএমপি এলাকায় পড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর ১৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (খিলগাঁও জোন) রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা করে ঢাকা মহানগর পুলিশ।