Published : 09 Jul 2024, 06:12 PM
ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. আমির হামজা ও হারুন ইজহারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ অগাস্ট দিনি রেখেছে আদালত।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ তারিখ রাখেন।
এ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) পারভেজ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওইদিন রাষ্ট্রপক্ষের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হবে।
মামলার তদন্ত কর্মকর্তা হলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের (সিটিআই) পরিদর্শক কাজী মিজানুর রহমান।
এর আগে আসামিরা আদালতে হাজিরা দেন। মামলার দায় থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন আইনজীবী মোবারক হোসেনসহ কয়েকজন।
এ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার জাকির জানান, মামলার অপর আসামিরা হলেন- আল সাকিব, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।
মামলার নথি সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।
পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মামলায় বলা হয়, আসামি হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।
তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের (সিটিআই) পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামি আমির হামজাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।