ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসায় নৈশভোজের ফাঁকে সেরেছেন আলোচনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 03:48 PM
Updated : 14 Jan 2023, 03:48 PM

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি পৌঁছান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দীন আহমেদসহ কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে ইস্কাটনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সরকারি বাসভবনে যান ডনাল্ড লু। সেখানে নৈশভোজের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন লু। 

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছিলেন, লুর সঙ্গে বৈঠকে তিনি র‌্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে অনুরোধ জানাবেন।

Also Read: লুর কাছেও র‌্যাবের প্রসঙ্গ তুলবেন মোমেন

মার্কিন দূতাবাস জানিয়েছে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করার বিষয়ে আলোচনা করবেন ডনাল্ড লু।

পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কেও তিনি জানবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।