দ্বিজেন্দ্র লালের শুক্রবার রাতেই কলকাতায় ফেরার কথা ছিল বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছে ওয়ারী থানা পুলিশ।
Published : 22 Jun 2024, 12:16 AM
ঢাকার হানিফ ফ্লাইওভারে অটোরিকশার ধাক্কায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার শুক্রবার রাতেই কলকাতা ফেরার কথা ছিল।
শুক্রবার দুপুরে ফ্লাইওভারের টিকাটুলি অংশ থেকে আহত দ্বিজেন্দ্রলাল চৌধুরীকে (৭০) কিছু লোক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকার ওয়ারী থানার ওসি জানে আলম মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিজেন্দ্রলাল ভারতীয় নাগরিক। তবে তার পিতৃপুরুষের বাড়ি চাঁদপুরে। সেখানে তাদের কিছু জমিজমাও আছে।
নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে ওসি জানে আলমের। তিনি বলেন, জমিজমা দেখতে মাঝে মাঝে চাঁদপুরে আসতেন দ্বিজেন্দ্রলাল। এবার প্রায় তিন সপ্তাহ আগে কলকাতা থেকে চাঁদপুরে আসেন।
কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। তবে ওসির ধারণা, চাঁদপুর থেকে ঢাকায় এসে টিকাটুলি মোড়ের কাছে বাস থেকে হানিফ ফ্লাইওভারের ওপরে নেমেছিলেন দ্বিজেন্দ্রলাল। সেখান থেকে নিচে নামার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় হয়ত চলন্ত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
সেই অটোরিকশার কোনো সন্ধান পায়নি ওয়ারী থানা।
দ্বিজেন্দ্রলালের পরিবার কলকাতায় থাকে। বাবার মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে তার ছেলে ওয়ারী থানায় ফোন করেছিলেন।
তার সঙ্গে কথা বলে ওসি জানে আলম জানতে পেরেছেন, টিকাটুলিতে তাদের এক আত্মীয়ের বাসা আছে। সেখানে দেখা করে শুক্রবার রাতে ট্রেনে বা বাসে দ্বিজেন্দ্রলালের কলকাতা ফেরার কথা ছিল।
“ছেলে তার বাবার মরদেহ কলকাতায় নিয়ে যাবেন বলে ফোনে আমাদের জানিয়েছেন,” বলেন ওসি।