ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোগগ্রহণের পর নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 01:43 PM
Updated : 30 Nov 2022, 01:43 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।

সকাল রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; চলে বিকাল ৫টা পর্যন্ত।

এতে ২০টি পদের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনার হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করেন।

সভাপতি পদে মোরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলের ৪২২ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই তুহিন ৫২৪ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে দীপু সারওয়ার ৮২৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মইনুল আহসান ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক পদে কাউসার আজম, নারী বিষয়ক সম্পাদক পদে মরিয়ম মনি সেজুতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী ও কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

আর একক প্রার্থী হিসেবে আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হন মো. নঈমউদ্দিন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, এস এম কিরন শেখ, মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিম নির্বাচিত হন।