জ্ঞানতাপস হারাল বাংলাদেশ: রাষ্ট্রপতি

প্রখ্যাত ইতিহাসবিদ সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 07:30 AM
Updated : 19 Oct 2014, 07:51 AM

এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, “অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে জাতি একজন বরেণ্য ইতিহাসবিদকে হারালো।

“এই জ্ঞানতাপসের মৃত্যুতে বাংলাদেশের ইতিহাস চর্চায় যে ক্ষতি হলো তা অপূরণীয়।”

প্রয়াত এই জাতীয় অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার প্রাপ্ত সালাহ্উদ্দীন আহমদ রোববার ভোর ৬টার দিকে বনানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।