ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2014, 09:24 AM
Updated : 26 Jan 2014, 09:24 AM

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসানের পরিচালনায় রোববার বেলা ১২টা ৫৫ থেকে ২১ মিনিটব্যাপী এই মোনাজাত হয়।

এ সময় গণভবনে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আত্মীয়-স্বজন ও গণভবনের মহিলা কর্মকর্তাদের নিয়ে গণভবনের দোতলায় বসে মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। আর গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিচতলায় বসে মোনাজাতে অংশ নেন।”

টঙ্গীর ইজতেমা মাঠের চারপাশের কয়েক কিলোমিটার এলাকায় সড়ক, সড়কের পাশে বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ, পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপর অবস্থান নিয়ে মুসল্লিরা এই মোনাজাতে শামিল হন।

চার দিন বিরতি দিয়ে আগামী ৩১ জানুয়ারি দ্বিতীয় দফার ইজতেমা শুরু হবে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মিলন।