ঝিনাইদহে আ. লীগ কর্মীদের বাড়ি ও দোকানে আগুন

আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2013, 04:49 AM
Updated : 13 Dec 2013, 04:49 AM

বৃহস্পতিবার রাতে উপজেলার সামন্তা বাজার ও গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া ছয়টি যানবাহনও পুড়িয়ে দিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা।

মহেশপুর উপজেলার ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেলিম রেজা জানান, রাত সাড়ে ১০টার দিকে একদল লোক সামন্তা বাজারের তিনটি দোকান এবং গ্রামে দুজনের বাড়ি পুড়িয়ে দেয়। 

আওয়ামী লীগ কর্মী গোলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত-শিবিরের লোকেরা তার ও তার প্রবাসী ভাই জাকির হোসেনের বাড়িতে আগুন দেয়। আগুনে বাড়ির সব কিছু পুড়ে গেছে।

এদিকে রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরপরই ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা বাজারে পাঁচটি ট্রাক ও একটি মাইক্রোবাসে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, রাত ১১টার দিকে যানবাহনগুলোতে আগুন দেয়া হলে পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয় বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি।

তার মৃতুদণ্ডাদেশ কার্যকরের পর  করাকে কেন্দ্র করে জামায়াতকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় নাশকতা চালিয়েছে।