দ্বি-শতকের অপেক্ষায় আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক,
Published: 10 Mar 2013 06:17 AM BdST Updated: 10 Mar 2013 06:36 PM BdST
-
চার বছর পর এই উল্লাস দেখা গেল মোহাম্মদ আশরাফুলের। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে সেঞ্চুরি করেন তিনি।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বি-শতকের অপেক্ষায় মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিন শেষে ১৮৯ রানে ব্যাট করছেন তিনি।
Related Stories
আশরাফুলের ৩৯৮ বলের ইনিংসে ২০টি চার ও ১টি ছক্কা।
এ রান করার পথে নিজের রেকর্ড ভেঙ্গে দেশের পক্ষে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০০৪ সালের ডিসেম্বর চট্টগ্রামে ভারতের বিপক্ষে অপরাজিত ছিলেন ১৫৮ রানে।
‘প্রিয় প্রতিপক্ষ’কে পেয়েই স্বরূপে ফিরলেন তিনি। গল টেস্টে ১৮১ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছান আশরাফুল। এটি তার ষষ্ঠ টেস্ট শতক। শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম।
পনের মাস পর দলে ফেরা ইনিংসের শুরুতে বেশ আক্রমণাত্মক ছিলেন আশরাফুল। শনিবার ৬টি চারের সাহায্যে অর্ধশতকে পৌঁছাতে খেলেন ৬৭ বল। দিন শেষে অপরাজিত থকেন ৬৫ রানে। এর আগে অজন্তা মেন্ডিসের বলে মিড উইকেট দিয়ে চার হাঁকিয়ে সর্বশেষ ২১ ইনিংসে দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের পাঁচটি অর্ধশতকের চারটিকেই শতকে পরিণত করেছিলেন আশরাফুল। ষষ্ঠ অর্ধশতককে শতকে পরিণত করার পথে স্বাগতিক বোলারদের কোনো সুযোগই দেন নি তিনি।
রোববার শুরু থেকেই ভীষণ সতর্ক ছিলেন তিনি। দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে খেলেন আরো ১১৪ বল। এই সময়ে চারটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। রঙ্গনা হেরাথের বলে এগিয়ে এসে ছক্কা হাঁকানোর পর এক এক করেই খেলছিলেন আশরাফুল।
৮৭ থেকে এক চারে ৯১ রানে যাওয়ার পর শতকে পৌঁছাতে খেলেন ৩৬ বল, মেন্ডিসের বলে কাভার ড্রাইভ থেকে দর্শনীয় চারে অবসান ঘটে চার বছরের বেশি সময়ের অপেক্ষার।
স্বাগতিকদের বিপক্ষে কলম্বোয় ২০০১ সালে সবচেয়ে কম বয়সে অভিষেকে শতকের রেকর্ড গড়ার পর ২০০৬ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে (১৩৬), ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় (১২৯*) ও সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে ঢাকায় (১০১) তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
দেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট শতকের কৃতিত্ব আশরাফুলেরই। তার পেছনে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের শতক ৪টি।
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের সিরিজে ব্যর্থতার পর টেস্ট দলে উপেক্ষিত ছিলেন আশরাফুল। শাহরিয়ার নাফীসের দুর্ভাগ্যজনক চোটের কারণে শেষ মুহূর্তে দলে আসেন তিনি। মাতারায় একমাত্র প্রস্তুতি ম্যাচেও শতক পেয়েছিলেন তিনি।
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর